শহরের রাস্তার ধারে ফুটপাতের উপর অস্থায়ী-স্থায়ী দোকানঅভিযান চালাবে কোচবিহার পৌরসভা।

0
377

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কোচবিহার শহরের রাস্তার ধারে ফুটপাতের উপর অস্থায়ী স্থায়ী দোকান বানিয়ে রকমারি খাবারের দোকান সহ নানা ব্যবসা করেছেন হাজার হাজার ব্যবসায়ীরা। এদের কারো ট্রেড লাইসেন্স নেই, কারো লাইসেন্স নেই, আবার কারো ফায়ার লাইসেন্স নেই। এই দোকানগুলোর মধ্যে কালী পূজার পর অভিযানে নামবে পৌরসভা। বুধবার একথা জানালেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে।
জানা গেছে, শহরের বহু দোকান রয়েছে যাদের ট্রেড লাইসেন্স নেই ব্যবসা করে চলেছে। আবার অনেকেই ট্রেড লাইসেন্স থাকলেও তা রিনিউ করেনি অনেক খাবারের দোকান এর ফুড লাইসেন্স নেই ফায়ার লাইসেন্স কোনটা নেই কিন্তু তারা রাস্তার ধারে ফুটপাতের উপর হাড়ি করাই বিভিন্ন বাসনপত্র নিয়ে আগুন জ্বালিয়ে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে খাবার তৈরি করে ব্যবসা করে চলেছে এদের মধ্যে প্রচুর দোকানদার রয়েছে যারা আবার কমার্শিয়াল এর পরিবর্তে ডোমেস্টিক রান্নার গ্যাস ব্যবহার করে এসব দোকান চালাচ্ছে। ভিন রাজ্য থেকে কর্মী এসে কাজ করছে। পুলিশের কাছে নেই কোন তথ্য। তাই পৌরসভা সিদ্ধান্ত নিয়েছে কালীপুজোর পর একটি টিম বানিয়ে অভিযানে নামবে পৌরসভা।

এদিন এবিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান,