জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়লো কাটা এই মন্ত্র পরে সম্পূর্ণ হলো বাড়ি বাড়িতে ভাতৃত্বিয়া। আজ ভাতৃত্বিয়া প্রত্যেক বোন তার ভাইয়ের কপালে ফোটা দিয়ে তার ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে। মিষ্টি ফুল ফল চন্দন দিয়ে ভাইকে বরণ করা হয় তার মঙ্গল কামনায়। প্রতি বছর এই দিনটি খুবই আনন্দের সাথে পালিত হয় প্রত্যেক বাড়িতে। আনন্দের ভাইফোঁটা ছবি ধরা পরল আমাদের ক্যামেরায় ভাইয়ের কপালে ফোটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করতে দেখা গেল দিদিদের। শিশির দিয়ে কপাল ধোঁয়া, দই চন্দন ও কাজলের ফোঁটা দিয়ে সম্পূর্ণ হলো ভাই ফোটার অনুষ্ঠান। এ বিষয়ে রিয়া দে জানান প্রতিবছর এই দিনটি খুব আনন্দের সাথে পালিত হয় ভাইয়েরা বাইরে থেকে আসে খুব আনন্দ হয়। ভাইয়ের কপালে ফোটা দেওয়ার পর একসাথে সকলে গল্প করি।