গাছেদের ফোঁটা দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা এক রত্তি মেয়ের।

0
218

আবদুল হাই, বাঁকুড়াঃ- একেবারে অন্যরকম ভাবে আর পাঁচটা ভাইফোঁটা বোনেরা ভাইফোঁটা দেয় ঠিক ঠিক একই ভাবে অভিনব পদ্ধতিতে ভাইফোঁটা পালন করল বাঁকুড়ার এক রত্তি মেয়ে ঐশানি মন্ডল। গাছেদের ফোঁটা দিয়ে পরিবেশ সচেতনতা বার্তা দিল ফুটফুটে এক মেয়ে। ভাইফোঁটায় যেমন বোনেরা দাদা ভাইদের মঙ্গল কামনা করে, দাদারা নেয় বোনেদের নিরপত্তার ভার ,আজ দেখা গেল গাছেদের বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালো এই এক রত্তি মেয়ে। এই চিত্র দেখা গেল বাঁকুড়ার শালবনীতে।