বাঁকুড়ার অন্যতম লোক উৎসব ‘গোরু খুঁটা’।

0
571

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ বাঁকুড়া জেলার সিমলাপালের লক্ষীসাগর গ্রাম পঞ্চায়েতের ময়না গ্রামে গিয়ে দেখা গেল প্রাচীণ ধারাবাহিকতা মেনে ‘গোরু খুঁটা’ উৎসবে সামিল হয়েছেন ঐ এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। যা দেখতে হাজির হয়েছেন অনেকে।

এই উৎসবের অন্যতম বৈশিষ্ট্য একটি সুপুষ্ট গোরু আবার কোন কোন জায়গায় কাড়া অর্থাৎ পুরুষ মহিষকে গ্রামের শেষ প্রান্তে শক্ত খুঁটিতে দড়িতে বাঁধা হয়। পরে আদিবাসী বাদ্যযন্ত্র বাজিয়ে কোন মৃত পশুর শুকনো চামড়া দিয়ে ঐ গোরু বা মহিষটিকে উত্যক্ত করা হয়। আর এভাবেই আনন্দোৎসব করেন আদিবাসী সমাজের মানুষ।

আর এই উৎসব পালনের পিছনে অনেকের যুক্তি, এই উৎসব পালন হলো আদিব জনজাতির জীবন সংগ্রামের এক ইতিহাস। অনেক আগে জঙ্গলে মধ্যে বসবাসকারী এই সব জনজাতির পূর্বপুরুষেরা বন্য জীব জন্তুর সঙ্গে লড়াই করে টিকে থাকতেন। আর সেই লড়াই সংগ্রামের ইতিহাসকে মনে রাখতেই এই উৎসব পালন বলে মনে করেন অনেকে।