নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বাঙালিদের বারো মাসে তের পার্বণ। বিভিন্ন উৎসবের মধ্যে, ভাইফোঁটা অন্যতম গুরুত্বপূর্ণ। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা।দিদি ও বোনেরা ভাই- দাদার দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন।এটি ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব। ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই -দাদাদের কপালে চন্দন-কাজল-শিশির দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পরলো কাটা, যমুনা দেয় জোমকে ফোটা, আমি দিই আমার ভাইকে ফোটা , ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করেন। তাদের মঙ্গল কামনা করেন। যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে। তাই সারা দেশের সাথে তাল মিলিয়ে আজ মালদার সহ গাজোলে সাড়ম্বরে পালিত হলো ভাইফোঁটা । এর পাশাপাশি দেখা গেল মিষ্টির দোকানে পড়েছে চরম ভির।