ইপিএফ পেনশনার্স অ্যাসোসিয়েশনের বিক্ষোভ কোচবিহারে।

0
418

কোচবিহার,২৮ অক্টোবরঃ- ইপিএফ পেনশনার্স অ্যাসোসিয়েশনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি কোচবিহারে। শুক্রবার কোচবিহার ডিএম অফিসে এসে তারা এই অবস্থান-বিক্ষোভ সামিল হয়। এদিন তারা ৪ দফা দাবিকে সামনে রেখে তারা নিজেদের প্রতিবাদের ভাষাকে ব্যক্ত করে। এই প্রতিবাদ কর্মসূচিকে কিরে স্বাভাবিকভাবেই পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

দাবি গুলির মধ্যে অন্যতম, তাদের ন্যূনতম সাড়ে সাত হাজার টাকা পেনশনস দিতে হবে, এছাড়াও যে সমস্ত কর্মচারীরা এই পেনশনের আওতাভুক্ত তাদের স্বামী-স্ত্রীর বিনামূল্যে চিকিৎসা করতে হবে। আগামী ২৮ তারিখ সারাদেশব্যাপী সমস্ত ইপিএফ অফিসে অবস্থান বিক্ষোভ দেখাবে পেনশনার্স আওতাভুক্ত কর্মচারীরা। আগামী ১ ডিসেম্বরের মধ্যে এই সমস্ত দাবি যদি পূরণ না আগামী ২ ডিসেম্বর থেকে হয় তবে দিল্লিতে আমরন অনশনে বসবার হুশিয়ারি দেওয়া হয়।