আবদুল হাই, বাঁকুড়াঃ কালী মন্দিরে চুরির ঘটনা ঘটল । বাঁকুড়ার কোতুলপুরে মন্দিরের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে কালী প্রতিমায় থাকা ৪৫ ভরি রুপোর গহনা নিয়ে চম্পট দিল চোরের দল । আজ বেলার দিকে বিষয়টি নজরে আসে স্থানীয়দের । এরপরই কোতুলপুর থানায় লিখিত অভিযোগ জানানো হলে পুলিশ ঘটনার তদন্তে নামে ।
দিন দুই আগে বাঁকুড়ার সোনামুখী শহরে পরপর তিনটি কালী মন্দিরে হানা দিয়ে কালী প্রতিমায় থাকা সোনা ও রুপোর ঘনা খুলে চম্পট দিয়েছিল চোরের দল । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার একই কায়দায় চুরির ঘটনা ঘটল বাঁকুড়ার কোতুলপুর থানার আহেরের পাল এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে আহেরের পাল এলাকায় লোহ পরিবারের একটি পারিরিক কালী মন্দির রয়েছে । এই কালী মন্দিরে কালী প্রতিমা বিসর্জন করা হয়না । কালী পুজো উপলক্ষে কালী প্রতিমায় প্রায় ৪৫ ভরি রুপো ও কিছু সোনার গহনা পরানো হয় । গতকাল গভীর রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে এই মন্দিরে হানা দেয় চোরের দল । এরপর মন্দিরের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সমস্ত রুপোর গহনা চুরি করে নিয়ে যায় দুস্কৃতিরা । আজ বেলার দিকে মন্দির পরিস্কার করতে গিয়ে পরিবারের লোকজন দেখতে পান মন্দিরের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে । প্রতিমার পায়ের কাছে পড়ে রয়েছে সোনার একটি গহনা । কালী প্রতিমায় থাকা অন্যান্য রুপোর গহনাগুলি গায়েব । বিষয়টি বুঝতে পেরে কোতুলপুর থানার দ্বারস্থ হয় পরিবার । অভিযোগ পেতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে ।