জলপাইগুড়ি শহরের 14টি ছট ঘাটে চলছে ছট পুজোর ঘাট তৈরীর প্রস্তূতি।

0
296

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- হিন্দি ভাষীদের মহৎউৎসবের সূচনা হতে চলেছে।তার আগেই তৈরী হচ্ছে নদীর পাশে ঘাট তৈরীর কাজ। দুইদিন পর শুরু হচ্ছে ছটপুজো।আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের 14টি ছট ঘাটে চলছে ছট পুজোর ঘাট তৈরীর প্রস্তূতি।করলা নদীর ধারেই চলছে ছট ঘাট তৈরীর প্রষ্টুতি।বাঁশ দিয়ে শুরু হয়েছে ঘাট তৈরীর কাজ। যদিও এইবার দূর্গা পূজা তে মাল নদীতে ফর্সা বানে কয়েক জনের মৃত্যু হয়েছিল।সেই কথাকে মনে রেখেই নদীর পাশে ঘাট তৈরী নিয়ে জেলা প্রশাসনের নজরদারি অনেকটাই বেশি থাকবে বলে পৌরসভার চেয়ারপারসেন পাপিয়া পাল জানিয়েছেন।