প্রায় ৭২ ঘন্টা ধরে ফাঁস জালে আটকে থাকস একটি নির্বিষ দাঁড়াশ সাপকে উদ্ধার করল জলপাইগুড়ি পরিবেশকর্মি বিশ্বজিৎ দত্ত চৌধুরী।

0
189

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দীপাবলীর সন্ধ্যায় একটি পুকুরে পেতে রাখা ফাঁস জালে আটকে যায় একটি নির্বিষ দাঁড়াশ সাপ,প্রায় ৭২ ঘন্টা এভাবেই সাপটি জালে আটকে থাকার পরও সেই পুকুরের মালিকের কোন হেলদোল ছিলনা বলে অভিযোগ। এলাকার কয়েজন যুবকের নজরে বিষয়টি আসলে তারা খবর দেয় বনদফতর সহ অনেকেই, কিন্তু কালিপূজোর মরসুম।, তাই সারা মেলেনি কোন তরফেই, শেষে একজন সাংবাদিককে ফোন করে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বাজিতপাড়া এলাকার এক যুবক। অবশেষে উক্ত সাংবাদিক পরিবেশকর্মি বিশ্বজিৎ দত্ত চৌধুরী ফোন নং দেন,তৎক্ষনাৎ ছুটে যায় পরিবেশকর্মী। শেষ পর্যন্ত প্রায় ৭২ ঘন্টা বাদে ৭ ফিট লম্বা দাঁড়াশ সাপটিকে জাল মুক্ত করে ও পরিক্ষা করে ছেড়ে দেওয়া হয় পাশের জমির ফাঁকা মাঠে।