বিষধর সাপের ছোবলে মৃত্যু এক যুবকের।

0
284

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক যুবকের, হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর পরই মৃত্যু হয় যুবকের। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ এলাকা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ফুলিয়ার বুইচাপাড়া এলাকার। জানা যায় মৃত যুবকের নাম সজল ঘোষ বয়স আনুমানিক ১৭ বছর। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে বাড়ির পাশে একটি মাঠে বন্ধুবান্ধব নিয়ে গল্প করছিল এই যুবক। হঠাৎই বাড়ি এসে বলে গায়ে জ্বালাপোড়া করছে। পরিবারের লোকজনদের সন্দেহ হওয়াতে নিয়ে যায় ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, সেখানেই প্রাথমিক চিকিৎসার পর পরই মৃত্যু হয় যুবকের। মৃত্যুর খবর পেয়ে কান্নাই ভেঙে পড়ে গোটা পরিবার এছাড়াও গোটা এলাকা, শোক স্তব্ধ। শুক্রবার যুবকের মৃতদেহ উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ, এছাড়া ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। তবে এর আগেও শান্তিপুরের বিভিন্ন এলাকায় বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তি থেকে শুরু করে শিশুর, আবার নতুন করে এক যুবকের মৃত্যুর ঘটনায় কপালে চিন্তার ভাঁজ ফেলেছে গোটা শান্তিপুরবাসীর।