ভয়াবহ পথ দুর্ঘটনার পুনরাবৃত্তি খাতড়ায় ।

0
152

আবদুল হাই, বাঁকুড়াঃ বাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হল তিন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গতকাল খাতড়া- বাঁকুড়া রাজ্য সড়কের উপর খাতড়া থানার কেচন্দা গ্রামের কাছে। স্থানীয়দের অভিযোগ, ইতিপূর্বে ঐ জায়গায় ঘটে গেছে বহু পথ দুর্ঘটনা, দুর্ঘটনা এখানকার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে জানাচ্ছেন বাসিন্দারা।বৃহস্পতিবার বিকেলের ঘটনায় উত্তেজিত জনতা কাঠগোড়ায় তুলেছে পুলিশকে, কারন তারা গাড়ি গুলোর থেকে টাকা তোলে বলে অভিযোগ। বাসিন্দাদের একাংশের অভিযোগ পুলিশের টাকা নেওয়ার হাত থেকে বাঁচতে ট্রাকগুলি ব্যাপক গতি নিয়ে বেরোয়,যার জেরে ঘটে দুর্ঘটনা।এদিন স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন ও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন । বাসিন্দাদের একাংশের অভিযোগ ,পুলিশ রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন গাড়ির কাছে টাকা আদায় করে, তার ফলে প্রায়ই ওই জায়গায় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা যে অভিযোগ আনছেন পুলিশ ঐ রাস্তায় টাকা আদায় করে আর পুলিশি ঘেরাটোপ থেকে বাঁচতেই যানবাহন গুলি দ্রুত পেরিয়ে যায় আর তার জন্যই প্রায় বাঁধে বিপত্তি। তাদের দাবি একাধিক বার অভিযোগ জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি বরং বেড়েই চলেছে পুলিশি জুলুম। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুতগামী গাড়ি চলাচল আটকানোর জন্য অবিলম্বে ওই জায়গায় একটি বাম্পার ও কোনও পুলিশ যেন গাড়ি না আটকিয়ে চালকদের ব্যতিব্যস্ত না করেন তা সুনিশ্চিত করতে হবে । ঘটনাস্থলে পৌঁছায় খাতড়ার বিশাল পুলিশ বাহিনী । পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত জনতা,চলে বেশ কিছুক্ষণ ধরে জনতা পুলিশ বাক-বিতন্ডা। পরে খাতড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের আশ্বাসে প্রায় দেড় ঘন্টা পরে ওঠে অবরোধ। ঘাতক গাড়িটি ও বাইকটিকে আটক করেছে পুলিশ।