নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-দীপাবলীর আলোয় জীবন দীপাবলীর আলোয় জীবন আলোকিত করতে হবিবপুর ব্লকের ডাকাতদের দমন করে, মানিকোড়া সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী পূজা কমিটির এখন মানুষের জন্য নতুন উদ্যোগে এগিয়ে এলো রক্তদান শিবির করে।পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, প্রায় ৩০০ বছরের কালী পূজার মেলা প্রাঙ্গনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মেলা প্রাঙ্গণ দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীদের ৩৬ জন রক্তদান করেন। রক্তদাতা উদ্বুদ্ধ করনে বক্তব্য রাখেন মানিকোড়া শ্যামা পূজা কমিটির সম্পাদক উত্তম রায়, মানিকোড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শশবিন্দু সরকার, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুন সরকার কোষাধক্ষ্য সুশান্ত সরকার,ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা জাগরন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুভজিৎ দাস প্রমূখ। কথিত আছে যে তৎকালীন অবিভক্ত বাংলাদেশের ডাকাত দলের হাত ধরে মানিকোড়া শ্যামা মায়ের পূজার আবির্ভাব। কালের বিবর্তনে আজ বিলীন হয়ে গেছে ডাকাত দল ও ডাকাতিপনা। সামাজিকতার দায়বদ্ধতাই স্থান পেয়েছে মানবসেবা। মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে দীপাবলীর আলোয় জীবন আলোকিত করতে রক্তদান শিবির। সবুজ সৃষ্টির লক্ষ্যে সকল রক্তদাতাকে চারাগাছ প্রদান করা হয়। সকলকে ধন্যবাদ জানান পাকুয়াহাট সমবেত প্রয়াসের সভাপতি ডাঃ তুষার কান্তি বণিক মহাশয়।আলোকিত করতে হবিবপুর ব্লকের ডাকাতদের দমন করে, মানিকোড়া সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী পূজা কমিটির এখন মানুষের জন্য নতুন উদ্যোগে এগিয়ে এলো রক্তদান শিবির করে।পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, প্রায় ৩০০ বছরের কালী পূজার মেলা প্রাঙ্গনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মেলা প্রাঙ্গণ দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীদের ৩৬ জন রক্তদান করেন। রক্তদাতা উদ্বুদ্ধ করনে বক্তব্য রাখেন মানিকোড়া শ্যামা পূজা কমিটির সম্পাদক উত্তম রায়, মানিকোড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শশবিন্দু সরকার, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুন সরকার কোষাধক্ষ্য সুশান্ত সরকার, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা জাগরন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুভজিৎ দাস প্রমূখ। কথিত আছে যে তৎকালীন অবিভক্ত বাংলাদেশের ডাকাত দলের হাত ধরে মানিকোড়া শ্যামা মায়ের পূজার আবির্ভাব। কালের বিবর্তনে আজ বিলীন হয়ে গেছে ডাকাত দল ও ডাকাতিপনা। সামাজিকতার দায়বদ্ধতাই স্থান পেয়েছে মানবসেবা। মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে দীপাবলীর আলোয় জীবন আলোকিত করতে রক্তদান শিবির। সবুজ সৃষ্টির লক্ষ্যে সকল রক্তদাতাকে চারাগাছ প্রদান করা হয়।
Home রাজ্য উত্তর বাংলা মানিকোড়া সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী পূজা কমিটির এখন মানুষের জন্য নতুন উদ্যোগে এগিয়ে...