গরীব ঘরের ছেলেটা আজ সাহিত্যিক, উপন্যাসিক।

0
941

আবদুল হাই, বাঁকুড়াঃ সত্যিই আজ সেই মাটির ঘরে খরের চালাতে চাঁদের আলো উঁকি দিয়েছে।সেখ নজরুল ইসলাম বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ঠাকুরানিদিঘি নামের এক ছোট্ট গ্রামে জন্ম।গরীব পরিবারের সন্তান সেখ নজরুল ইসলাম।বাবা, দাদা খুব কষ্ট করে তৈরি করেছেন ছেলেটাকে।এখন সেই ছেলেটা সাহিত্যিক,উপন্যাসিক এবং অধ্যাপক। কলকাতার বাইরে থেকে যাঁরা সাহিত্য চর্চা করেন, তাঁদের মধ্যে সেখ নজরুল ইসলাম একজন বিশিষ্ট সাহিত্যিক। কবিতা,গল্প এবং গবেষণাধর্মী রচনার জন্য তিনি পরিচিত সাহিত্য মহলে। সম্প্রতি প্রকাশিত তাঁর উপন্যাস এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁর প্রকাশিত উপন্যাসটির নাম ফকির ডোমের আখ্যান।উপন্যসের পটভূমি বাঁকুড়া জেলার ইন্দাস থানার প্রত্যন্ত একটি গ্ৰাম ।গ্ৰামের প্রান্তিক মানুষদের জীবন জীবিকার চিত্রে ভরা এই উপন্যাস।যে ছেলেটির বাড়িতে একটা টিভি ছিল না। ছিল না ভালো বাড়ি সেই ছেলেটা আজ সাহিত্যিক, উপন্যাসিক এবং অধ্যাপক।