জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ছাত্র-ছাত্রীদের ফি ছাড়ের দাবী নিয়ে ভারতের ছাত্র ফেডারেশন SFI এর পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের ঐতিহ্যবাহী এসি কলেজে বিক্ষোভ, মিছিল এবং পোস্টারিং করা হয়। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার কারণে কোভিড পরবর্তী সময়ে দেখা গেছে ড্রপআউট ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়েছে,
আসলে পড়াশোনার খরচ বেড়ে থাকার জন্য বহু নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে পড়াশোনার সাথে যুক্ত থাকতে পারছে না, এই কারনে কলেজ কর্তৃপক্ষকে সদর্থক ভূমিকা রাখার দাবিতে শিক্ষার খরচ কমিয়ে ছাত্র-ছাত্রীদের স্বার্থে সকলের জন্য শিক্ষা এই ব্যবস্থা পুনরায় চালু করতে উদ্যোগী হওয়ার দাবী রাখা হয় এসএফআইয়ের পক্ষ থেকে এসএফআই নেতৃত্ব পঞ্চম ঘোষ জানান তৃণমূল কংগ্রেসের অত্যাচারের কারণে দীর্ঘদিন কলেজে সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করা যায়নি। পরবর্তীতে করোনার কারণে দীর্ঘদিন কলেজ বন্ধ ছিল রেগুলার ক্লাস প্রায় দু’বছর হয়নি এখানেও পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের অভাব অভিযোগ দাবি নিয়ে বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দেওয়া গেলেও কলেজে সংগঠন পরিচালনা করা যাচ্ছিল না।
অবিলম্বে কলেজের ফি কমানোর দাবিতে মিছিল পোস্টারিং