নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- রবিবার বিকেলে সূর্যদেবতার পশ্চিম দিকে কিছুটা সরে যেতেই শহরের বিভিন্ন ছট ঘাটে অপেক্ষারত ছট ব্রতীরা জলে নেমে প্রণাম করে আগামীকাল উদয় হবার প্রার্থনা করতে শুরু করেন।
এভাবেই জলপাইগুড়ির বিভিন্ন ছট ঘাটে শুরু হলো বছরের শেষ উৎসবের পালা। জলপাইগুড়ি শহরে কিং সাহেবের ঘাট সহ হাকিমপাড়া, মাসকলাই বাড়ি, রাজবাড়ী দীঘিতে এবারের ছট ঘাট হয়েছে। ছট পুজো উপলক্ষে রবিবার বিকেল থেকে বিভিন্ন ঘাট গুলোতে ভিড় জমে পুনর্থীদের। প্রশাসনের পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ছট ঘাট গুলোতে।