রানাঘাটের সারম্বরে আয়োজিত হলো ছট পুজো।

0
376

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটের সারম্বরে আয়োজিত হলো ছট পুজো। সূর্যদেবতার আরাধনয় মাতলো অসংখ্য শ্রদ্ধালু। ৩০শে অক্টোবর রানাঘাট চূর্ণী তীরে দুপুরের পর থেকে ভিড় জমায় শ্রদ্ধালুরা। চূর্ণীঘাটে পুণ্যার্থীদের যাতে কোনরকম অসুবিধা না হয় তাই জন্য রানাঘাট পুরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা। এ বিষয়ে রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় আমাদের জানান।