বর্ধমান শহরে তৃণমূল কাউন্সিলরের নিখোঁজ পোস্টারের পর এবার পোস্টার পড়ল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া নামে।

0
297

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরে তৃণমূল কাউন্সিলরের নিখোঁজ পোস্টারের পর এবার পোস্টার পড়ল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া নামে।আর এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে শহর বর্ধমানে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন,মানুষ বাস্তব কথাটাই বলেছে এবং ওই নিখোঁজ পোস্টারে লিখেছে। কারণ বর্ধমান দুর্গাপুরের মানুষ সচেতন হয়েছেন তাদের চোখ খুলেছে মানুষ বুঝতে পেরেছে কে আপদে বিপদে থাকে কে আর থাকে না।
অপরদিকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলমালিয়াকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি সর্বক্ষণ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পড়ে থাকি,কাজ করি,,মানুষের সঙ্গে কথাবার্তা বলি আমার নামে নিখোঁজ পোস্টটা লাগিয়ে লাভ নেই যারা দুর্নীতি করছে তাদের নামে নিখোঁজ ডাইরি লিখুন আমি সাংসদ হয়েছি কথা দিয়েছিলাম বর্ধমানের উন্নতি করব,উন্নয়ন করব সে তো আমি করেই চলেছি। তাতে বর্ধমানে থেকেই করতে হবে এত কথা মানে নেই বর্ধমান শহর টা নিয়েই লোকসভা কেন্দ্র নয় সাতটা বিধানসভা নিয়ে একটা লোকসভা তাই আমাকে বিভিন্ন বিধানসভায় কেন্দ্রে ছুটে বেড়াতে হয়।অপরদিকে বিজেপি নেতা শ্যামল রায় বলেছেন,এই কেন্দ্রে প্রাক্তন সংসদ মমতার সংঘমিতাকে খুঁজে পেতেন না মানুষ। এখনোও খুঁজে পাওয়া যায় না।আমাদের সাংসদ এবং আমাদের মোদির সরকার মানুষের কাছে পৌঁছে গেছে,কাজ করছে তাই এরকম মিথ্যা অপপ্রচার রাজ্যে শাসক দল করছে।
নিখোঁজ পোস্টারের নিচে লেখা আছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র সাংসদ মাননীয় আলুওয়ালিয়া সাহেব নিখোঁজ কোনো সহৃদয় ব্যক্তি যদি উনাকে দেখতে পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জনগণ অপেক্ষায় রইলো।