রীতি মেনে পালন নায়েকপাড়ার ছটপুজো।

0
408

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ছটপুজোর অপর নাম সূর্য পুজো। বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও পালন করা হয় এই ছটপুজো। যেহেতু পশ্চিমবঙ্গে বহু হিন্দীভাষী মানুষের বসবাস তাই বিভিন্ন ঘাটে এই পুজো হয়ে থাকে। এক কথায় সুখ সমৃদ্ধির জন্য এবং নিজেদের মনস্কামনা পূরণের জন্য উপোস থেকে সূর্যদেবতার উপাসনা করে থাকেন। আজ বীরভূম জেলার দুবরাজপুরের লায়েকপাড়ার একটি পুকুরের ঘাটে ছটপুজোয় অন্য রীতি দেখা গেল। চারদিন ধরে মন্দিরে পুজো হয়। কিন্তু শেষ দিন পুকুরের ঘাটে এসে উপোসীরা স্নান করে সূর্যকে প্রণাম করে সমাপন করবে এই উৎসব। এলাকার বিশিষ্ট সমাজসেবী রামতনু নায়ক জানান, নায়েক পাড়ায় বহুকাল ধরে এই পুজো হয়ে আসছে। এখানে উত্তর প্রদেশ থেকে আসা বহু মানুষের বসবাস। ফলে তাঁরা এই পুজো করে থাকেন। এখানে যাঁরা তিনদিন ধরে উপোস করে থাকেন তাঁরা পুকুরের ঘাটে এসে স্নান করে সূর্যকে প্রণাম জানিয়ে ঘাটে বসবেন। তারপর এলাকার মহিলারা মনস্কামনা পূরণের জন্য ঐ উপোসীদের সারিবদ্ধ ভাবে বসিয়ে তাঁদেরকে ফল, মিষ্টি, কলা, নারকেল ইত্যাদি অর্পণ করেন। অন্যদিকে ঐ পাড়ারই বাসিন্দা পিয়ালী পাণ্ডে জানান, প্রতিবছর এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আমরা যাঁরা উপোস করেছি বা মনস্কামনা পূরণের জন্য সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে তাঁর চরণে ফলমূল ইত্যাদি দিয়ে থাকি।