সুদীপ সেন, বাঁকুড়া:- মহিলাদের ক্ষমতায়নে ও স্বনির্ভরতার লক্ষ্যে বহুমুখী প্রকল্প নিয়েছেন মমতা বন্দোপাধ্যায় ।
যেমন কন্যাশ্রী, রুপশ্রী, স্বনির্ভর দলের মহিলাদের জন্য নানা কর্মসূচি।
এই জনমুখী প্রকল্প গুলি মানুষ কতটা পেয়েছে বা যা পায়নি তা কার্যকরী করতে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে চলো গ্রামে যাই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তার শুভ সূচনা রাজ্য জুড়ে ১লা নভেম্বর হলো।
সেইমতো বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী তে চলো গ্রামে যাই কর্মসূচি পালিত হলো।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা নেত্রী সুস্মিতা কবিরাজ, বর্ণালী বাউরি, বিউটি ভট্টাচার্য্য ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ। এ ছাড়াও
সমাজ কর্মী তপন চাটার্জী এবং সিদ্ধার্থ আচার্য্য এই কর্মসূচিতে অংশ নেন ।
বাড়ি বাড়ি গিয়ে পরিবারের মহিলাদের কাছে গিয়ে তাঁরা রাজ্য সরকারের কি কি সুবিধা পেয়েছেন, কি পান নি তা জানতে চান। এই তথ্য তাঁরা লিপিবদ্ধ করেন।
কোন তারিখ কোথায় দুয়ারে সরকার ক্যাম্প আছে তা জানান এবং তাঁদের সহযোগিতার আশ্বাস দেন।