ল্যান্সডাউন হলে রাস মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক।

0
255

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কোচবিহার মদনমোহন মন্দিরে রাস উৎসব শুরু হচ্ছে আগামী ৭ নভেম্বর থেকে। পুরসভা পরিচালিত রাসমেলা নিয়ে মঙ্গলবার কোচবিহার ল্যান্সডাউন হলে অনুষ্ঠিত হল প্রশাসনিক বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কাদিয়ান, কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ, কোচবিহার সদর মহকুমা শাসক রাকিবুর রহমান, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ,প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

জানা গেছে, করোনার দুই বছর পর এই মেলা। সেই মেলায় এবার মানুষের আনাগোনা হবে ব্যাপক। তাই মন্দির চত্বরে রাস উৎসব হবে। পুরসভা পরিচালিত মেলা হবে রাস মেলার মাঠে। মঙ্গলবার ল্যান্সডাউন হলে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়, মেলার কিভাবে দোকান বসবে, কোথায় পুলিশ প্রশাসন বসবে, ফায়ার সার্ভিস এবং স্বাস্থ্য দপ্তর থাকবে। সরকারি প্রকল্প স্টল, স্বনির্ভর গোষ্ঠী এবং কচিকাঁচাদের জন্য থাকবে বিনোদনের আয়োজন।