শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়লেন নন্দীগ্রাম বিধানসভার কনভেনার।

0
323

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  দিলিপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ একাধিক রাজ্য নেত্রীত্বকে জানিয়েছি। কিন্তু  তাতেও কোনো লাভ হয়নি। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারিয়েছি শুভেন্দুর এই বক্তব্যকে সামনে রেখে গত বিধানসভা ভোটে শুভেন্দুকে জেতানোর পেছনে তাদের ভুমিকাই যে শ্রেষ্ঠ তা উল্লেখ করে কার্যত শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোব প্রকাশ করে বিজেপি থেকে বিরতি নিল নন্দীগ্রামের গত বিধানসভা ভোটের বিজেপি কনভেনার বটকৃষ্ণ দাস,বিস্ফোরণ, জয়দেব দাস সহ একাধিক বিজেপি নেতৃত্ব। তমলুকের নিমতোৌড়িতে সাংবাদিক সন্মেলন করে বিজেপির বিরুদ্ধে ক্ষোব প্রকাশ করলেন নন্দীগ্রামের পুরানো ৫০-৬০ জন বিজেপি কর্মী। সামনের পঞ্চায়েত ভোটে শুভেন্দু তথা নন্দীগ্রামের বিজেপির কাছে একটা বড় ধাক্কা বলে মনে করছে রজনৈতিক মহল। দলত্যাগী এই বিজেপি নেতাদের আরও বক্তব্য তাঁরা ছিলেন বলেই শুভেন্দু অধিকারী জিতে ছিলেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তাদের ছেড়ে নন্দীগ্রামে দাঁড়িয়ে জিতে দেখাক ? তবে দল ছাড়ার পর তাঁরা জেলা প্রশাসনের কাছে সিকিউরিটির দাবিও করেন।