জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আবার ও রেশন দুর্নীতির আভাস, টোকেন দিয়ে উধাও ডিলার। ফুড ইন্সপেক্টরকে লিখিত অভিযোগ দিয়েও হয়নি সুরাহা, খাদ্য সংকট এলাকায়। তালা ঝুলিয়ে দিলো জনগন। জলপাইগুড়ি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের রেশন ডিলার এস সাহারা বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন কাউন্সিলর সহ ভুক্তভুগিরা। বুধবার সকালে এলাকায় গেলে দেখা যায় বন্ধ রেশন দোকান। দু মাস আগে দেওয়া টোকেন হাতে নিয়ে বিক্ষোভ করছেন উপভোক্তারা। ঘটনা প্রসঙ্গে ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সী জানান, এই সমস্যা দীর্ঘ দিন থেকে চলছে, এর আগে ফুড সাপ্লাই ইন্সপেক্টর নিজে এখানে আসলে উপভোক্তরা লিখিত অভিযোগ জমা দিয়েছিলো, তার পরেও কোনো হেলদোল নেই খাদ্য দপ্তরের, আজ রেশন ডিলার কে বহুবার ফোন করার পর তিনি বলেন ওয়ার্ডের দেশবন্ধু পাড়ায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। কিন্তু গোটা এলাকা তল্লাশি করেও কোথাও রেশন বিতরণ করতে দেখা গেলো না। অপরদিকে এই সমস্যা প্রসঙ্গে এক উপভোক্তা জানান, খুবই সমস্যা হচ্ছে দীর্ঘ দিন থেকে রেশনের কোনো খাদ্য সামগ্রী আমরা না পাওয়ায়। ওপর এক উপভোক্তা জানান, আমার রেশন পাচ্ছি না, তাই দোকানে তালা মেরে দিলাম।