কোলাঘাটের গোপালনগরে চক্রবর্তী বাড়ির ঐতিহাসিক পুজোতে কুমারী পুজোতে অংশ নিল ছোট্ট অদ্রিজা।

0
235

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  কালি দেবীর আরাধনা শেষ হতেই শুরু হয় জগদ্ধাত্রী দেবীর আরাধনা, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের গোপালনগর এলাকায় চক্রবর্তী বাড়ির ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজোর যথেষ্ট নাম রয়েছে জেলা জুড়ে, পূর্বপুরুষের রীতিনীতি মেনে জগদ্ধাত্রী দেবীর আরাধনা তে মেতে ওঠে পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামের মানুষজন,জানা গিয়েছে এই বছর এই পুজো ৮২ তম বর্ষে পদার্পণ করল,কথিত আছে ৮২ বছর আগে পরিবারের কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী বাবা ছোটবেলায় খেলার ছলে জগদ্ধাত্রী দেবীর মূর্তি তৈরি করেছিলেন, আর সেই মূর্তি যাতে বৃষ্টির জলে ধুয়ে না যায় তার জন্য বাড়ির ধানের গোলায় রাখা হয়েছিল, কথিত আছে স্বপ্ন দেয় দেবী পরিবারের সদস্যদের, তারপর থেকেই জগ রাত্রি দেবীর আরাধনাতে মেতে উঠে পরিবারের সদস্য, জগদ্ধাত্রী দেবীর আরাধনার পাশাপাশি প্রচলন রয়েছে কুমারী পুজোর, যেহেতু মা দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রী দেবী, সেহেতু দুর্গা দেবীর আরাধনায় যেমন কুমারী পূজোর প্রচলন রয়েছে, তাই জগদ্ধাত্রী দেবীর পূজোতেও কুমারী পূজোর প্রচলন রয়েছে চক্রবর্তী পরিবারের, বুধবার ছিল নবমী এই দিন ঘটা করে করা হলো কুমারী পুজো, এই বছর কুমারী পুজোতে অংশ নিয়েছে গোপালনগরের সাত বছরের ছোট্ট মেয়ে অদ্রিজা চ্যাটার্জী, পরিবারের রীতিনীতি মেনে মহা ধুমধামের সঙ্গে কুমারী পুজো করা হয় এইদিন,সব মিলিয়ে বলা যায় জগদ্ধাত্রী দেবীর আরাধনাতে মেতে উঠেছে চক্রবর্তী পরিবার।