জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি সদর ব্লকের সারদা পল্লীর কৃষক স্বপন সরকার, প্রতি বছরই লঙ্কা চাষ করে থাকেন, এবার ও তার ব্যাতিক্রম হয় নি তবে লঙ্কা চাষে এক অভিনব প্রযুক্তির ব্যবহার করে ইতিমধ্যেই জেলায় সাড়া ফেলে দিয়েছেন। মালচিং পেপার, বা বাংলা ভাষায় প্লাস্টিকের মতো দেখতে রুপালি চাদর, আর এটা দিয়েই ঢেকে দিয়েছেন বিঘার পর বিঘা জমিতে লাগানো লঙ্কার চারা গাছ গুলোকে, শুধু মাত্র রোদের জন্য গাছের মাথার জায়গায় রয়েছে সামান্য গোলাকার ফাঁকা।
এই বিশেষ পদ্ধতি ব্যবহার প্রসঙ্গে স্বপন বাবু জানিয়েছেন। লঙ্কা খেতে দ্রুত বিপুল পরিমানে আগাছা জন্মায়, যা লঙ্কা গাছের বৃদ্ধিকে অনেকটাই প্রভাবিত করে, এবং এই ঘাস জঙ্গলে নিশ্চিন্তে বাসা বাঁধে নানান রোগ পোকা, যা কিনা ব্যাপক ক্ষতি করে লঙ্কা ফলনে।
এবার তাই সদর ব্লকে প্রথম বার এই মালচিং পেপার পদ্ধতিকে কাজে লাগিয়ে লঙ্কা গাছ কে আগাছা এবং পোকার আক্রমণের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছেন।