নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-দশ দফা দাবি নিয়ে জেলা জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনীয়ারকে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন।
বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের মাধবনগর এলাকায় দপ্তরের সামনে জমায়েত হয়ে সংগঠনের সদস্যরা তাদের দাবি পত্র তুলে দেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর হাতে।
উপস্থিত ছিলেন, সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা চিরঞ্জিত মিশ্র, তুষার সিট সহ অন্যান্য সদস্যরা।
সরকারি কর্মচারীদের বিভিন্ন সমস্যা সহ দশ দফা দাবি নিয়ে দাবি সনত তুলে দেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের নেতা চিরঞ্জিত মিশ্র বলেন, হবিবপুর ব্লকে সরকারি কর্মচারীদের প্রতি অন্যায় হচ্ছে, মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের পাশে থাকার আশ্বাস দেন কিন্তু উঁচু শ্রেণীর কর্মচারীরা নিচু তলার কর্মচারীদের প্রতি অন্যায় করছেন। এই সমস্ত বিষয় নিয়ে এদিন দপ্তরের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের হাতে তুলে দেওয়া হয় দাবি পত্র। আগামী দিনে যদি সমস্যা না মিটে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন।
Home রাজ্য উত্তর বাংলা দশ দফা দাবি নিয়ে জেলা জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট...