নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- নদীর চরে চলছে কড়া নজরদারী,কোন ভাবে বেআইনি কাজ না হয়। একসময় আফিম চাষের ক্ষেত্রভুমি হয়ে উঠেছিল মালদা জেলা। জেলা পুলিশ প্রশাসন ও আবগারি দপ্তরের তৎপরতায় আজ তা নির্মূল হয়েছে। তবুও হাত গুটিয়ে বসে নেই প্রশাসন। গঙ্গা নদীর অববাহিকায় অবস্থিত চরগুলিতে এই বেআইনী চাষ পুনরায় শুরু না হয়। তাই জেলা শাসক নীতিন সিংহনিয়ার উদ্যোগে একটি টিম এই চরগুলিতে বিশেষ অভিযান চালান।
এই টিমে ছিলেন জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাবদ,সংলিষ্ট এলাকার ব্লক আধিকারিক ও আবগারি দপ্তরের কর্তারা। নদীপথে এই চরগুলিতে কি ফসল চাষ হচ্ছে, তা সরজমিনে খতিয়ে দেখেন। বেআইনী আফিম চাষে কোন কৃষক যাতে আগ্রহী না হয় সেই বিষয়েও সতর্ক করা হয়। জেলাশাসক নীতিন সিংহনিয়া জানান মাঝেমধ্যে ই এমন অভিযান চালানো হবে।
অন্যদিকে তিনি জানান ভাঙণ কবলিত এলাকাও পর্যবেক্ষণ করা হয়। একটি রিপোর্টও তৈরী করা হচ্ছে নদী ভাঙণ নিয়ে। আগামীতে শুখা মরসুমে ভাঙণ প্রতিরোধের কাজ করা যায় সেই দিকে লক্ষ্য রেখে এই রিপোর্ট তৈরী করে রাজ্য সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।