সুদীপ সেন, বাঁকুড়া:- কৃষির উন্নতিতে এবং কৃষক, সাধারণ ছাত্র, ছাত্রীদের মধ্যে কৃষি সংক্রান্ত সচেতনতার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে পশ্চিম বঙ্গ কৃষি বিভাগ।
০৩/১১/২২ বৃহস্পতি বার বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকে কৃষি বিভাগের উদ্যোগে ব্লক এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় একটি সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করা হলো।
বিশেষত ধান কাটার পর ধানের গোড়ার যে অবশিষ্ট অংশ থাকে তাকে নাড়া বলে।
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ওই নাড়া কৃষক রা মাঠেই পুড়িয়ে ফেলে।
এরফলে মাটির ক্ষতি হয়, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়।
এই বার্তা দেন শালতোড়া ব্লক সহ কৃষি অধিকর্তা শরবিন্দূ সিংহ ।
এই বিষয়ে সচেতনতার বার্তা নিয়ে বৃহস্পতি বার শালতোড়া ব্লক সহ কৃষি অধিকর্তা র করন থেকে একটি শোভাযাত্রা বের হয় যা বাজার পরিক্রমা করে ফিরে আসে ওই অফিসে।
কৃষক এবং ছাত্র ছাত্রী দের হাতে ছিল নাড়া পোড়ানো র বিরুদ্ধে সচেতনতা মূলক নানা পোস্টার।
এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন বিডিও শালতোড়া মানস কুমার গিরি, ব্লক সহ কৃষি অধিকর্তা শরবিন্দু সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ এবং কৃষি বিভাগের আধিকারিক ও কর্মী গণ।