অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলা হস্ত শিল্প প্রতিযোগিতা।

0
327

সুদীপ সেন, বাঁকুড়া:-  হস্ত শিল্পে পুরো ভারত বর্ষের মধ্যে পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলা একটি বিশেষ স্থান অধিকার করে আছে।
এই জেলার টেরাকোটা , ডোকরা, বালুচরী, পট চিত্র সহ নানা হস্ত শিল্প বর্তমানে খুব ই জনপ্রিয়।

হস্ত শিল্পী গণ তাঁদের সুনিপুণ শিল্প গুণের জন্য দেশে জেলার নাম উন্নীত করার সাথে সাথে রাজ্য ও জাতীয় স্তরে বিশেষ ভাবে সন্মানিত হয়েছেন।

তাঁদের উৎসাহ এবং সন্মান জানাতে এবং জেলার হস্ত শিল্পের প্রসারের লক্ষ্যে প্রত্যেক বছর হস্ত শিল্প মেলা অনুষ্ঠিত হয় বলে জি এম, ডি, আই সি বাঁকুড়া, চন্দন সেন জানান।
তিনি এও জানান এই হস্ত শিল্প প্রতিযোগিতায় ১১০ রকমের দ্রব্য স্থান পায়।
জেলা থেকে স্থানাধিকারিরা রাজ্য এবং জাতীয় স্তরে প্রতিযোগিতার সুযোগ পাবে।

এই হস্ত শিল্প প্রতিযোগিতা জেলা শিল্প কেন্দ্র আয়োজন করে বাঁকুড়ার অ্যাড ওয়ার্ড হলে।
এতে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন চিফ কমিশনার, WBRTPS ম্যাডাম , জেলা শাসক ,বাঁকুড়া, ও, এস, ডি,। এস, ডি, ও, বাঁকুড়া সদর, চেয়ারম্যান, বাঁকুড়া পৌরসভা, সহ অনেক আধিকারিক ও সন্মানীয় ব্যাক্তিত্ব।