পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ সরকারের বাড়ির পাশেই তার বাড়ি অবস্থিত। আর সেখানেই চলছে রমরমিয়ে অবৈধ নির্মাণ।ঠিক এমনই পোস্টার পড়ল বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে।
সেই পোস্টারে লেখা রয়েছে
“বর্ধমান পুরসভার চেয়ারম্যানের বাড়ির 10 মিটারের মধ্যে দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নিজের বাড়ি বিনা প্লানে করছেন “
অপরদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন ১০ নম্বর ওয়ার্ডের পৌর মাতার স্বামী স্বপন দাস তিনি বলেন, যারা এই পোস্টার মেরেছে তারা হয়তো জানে না আমার বাড়ি কুড়ি বছরের সবটাই প্ল্যান নিয়ে তৈরি করা। আর আমার বাড়ির পাশে একটি মনসা মন্দির এবং তার পাশে রয়েছে আমার একটি গ্যারেজ সেটির প্লান আমি পাশ করাতে পৌরসভায় জমা দিয়েছি। যারা আমাদের সাথে কাজে পারছে না তারা এসব কাজকর্ম করছে। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন পৌর মাতা সপ্তাহে পাঁচ দিনই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। পৌর মাতা ওয়ার্ডে কাজ করছেন যাদের এই কাজ সহ্য হচ্ছে না তারাই এইসব কাজকর্ম করছে।
অপরদিকে এই বিষয়ে মুখে কুলুপ বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের। এই বিষয়ে
কোন প্রতিক্রিয়া দিতে চান নি তিনি।
Home রাজ্য দক্ষিণ বাংলা আবারো পড়লো পোস্টার।এবার অবৈধ নির্মাণের অভিযোগ উঠল বর্ধমান পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের...