পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উস্কানি মূলক বক্তব্য রাখার অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার পুলিশ শুভেন্দু অধিকারী কে হাজিরার জন্য নোটিশ পাঠিয়েছিল গত ৩০ অক্টোবর। সেই হাজীরার নোটিশ যে প্রত্যাহার করা হলো তা লিখিত আকারে পুলিশ শুভেন্দু অধিকারীকে জানালো।
উল্লেখ্য গত ২৯ অক্টোবর সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ তুলে আবু সোহেল নামের এক আইনজীবী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দকুমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল। সেখানে উল্লেখ ছিল সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য ভারতবর্ষের যে কোনও ব্যক্তি যদি করে থাকেন পুলিশ প্রশাসন তা যথাযথ ব্যবস্থা নিতে পারবে। মহামান্য সুপ্রিম কোর্ট এই নির্দেশ জারি করেছিল। তারই মূলে অভিযোগ করা হলে পুলিশ শুভেন্দু অধিকারী কে হাজিরা নোটিশ জারি করে। কিন্তু এরপর শুভেন্দু অধিকারীর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী নন্দকুমার থানার ওসিকে এবং আইও কে লিখিত আকারে জানান শুভেন্দু অধিকারী কে ইতিপূর্বে মহাকমান্য হাইকোর্টের রক্ষাকবচ রয়েছে। তাকে ডেকে পাঠানো যাবে না তার কাছ থেকে নির্ধারিত সময় নিতে হবে এবং তার জায়গায় গিয়ে কোন কিছুর জিজ্ঞাসাবাদ থাকলে তা করতে পারবে তা কিন্তু করেনি নন্দকুমার থানার পুলিশ। সেই হেতু বিষয়টি যে অনৈতিক তা বুঝিয়ে দেন নন্দকুমার থানার পুলিশকে। এবং এও উল্লেখ করেন মহামান্য সুপ্রিম কোর্ট এমন নির্দেশ দিলেও সেটি সার্বিকভাবে নির্দেশ। কিন্তু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে হাইকোর্টের যে রক্ষাকবচের বিষয় রয়েছে তা নন্দকুমার থানায় থানার পুলিশ কার্যত যেন ভুলেই গেছিলেন। অথবা মহামান্য সুপ্রিম কোর্টের এমনও কোনো নির্দেশ নেই হাইকোর্টের এই রক্ষা কবচ ব্যক্তি শুভেন্দু অধিকারীর উপর বর্তাবে না।
ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে বিতর্ক।
Home রাজ্য দক্ষিণ বাংলা উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে নন্দকুমার থানার পুলিশের তরফ থেকে হাজীরার নোটিশ শুভেন্দু...