তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম:- এবার জঙ্গলমহলের রাজনীতিতে সক্রিয় ভূমিকায় অংশগ্রহণ করতে চলেছে কেজরি বালের দল আম আদমি পার্টি । পঞ্চায়েত ভোটের দোরগোড়ায় ঝাড়গ্রামে দলীয় কার্যালয়ের উদ্বোধন করলো আম আদমি পার্টি। শনিবার ঝাড়গ্রাম শহরের নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন একটি বাড়াবাড়িতে শুরু হয়েছে আম আদমি পার্টির দলীয় জেলা কার্যালয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব সহ আম আদমি পার্টির ঝাড়গ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদাধিকারীরা। মূলত পার্টির সদস্য সংখ্যা বৃদ্ধির উপরেই জোর দিতে চাইছে জেলা নেতৃত্ব পঞ্চায়েত ভোটে লড়াইয়েরও পরিকল্পনা রয়েছে তাদের ।
২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে ঘাসফুলকে সরিয়ে পদ্মফুলের উত্থান হয়। তারপরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে লোকসভা আসন জিতে নেই বিজেপি। পরবর্তী সময়ে বিজেপির বহু পঞ্চায়েত তৃণমূলের যোগদান করলে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত ছাড়া হয় বিজেপির । এছাড়া ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে পাহাড় জঙ্গলে ঘেরা বেলপাহাড়ির বিস্তীর্ণ এলাকায় আদিবাসী সমন্বয় কমিটির সমাজ সমস্ত রাজনৈতিক দলকে হারিয়ে নিজেরাই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দখল করে । কিন্তু ২০২৩ এর লোক পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলের ভোটের লড়াইয়ে অংশগ্রহণ করতে চলেছে দিল্লির পার্টি আম আদমি । আম আদমি পার্টির জঙ্গলমহলে মূলত শ্লোগান দুর্নীতিমুক্ত সরকার গঠন এবং গ্রাম অঞ্চলের উন্নয়নকে হাতিয়ার করে তারা ভোটে লড়তে চায় । আম আদমি পার্টির ঝাড়গ্রাম জেলা সভাপতি ফটিক মাহাতো বলেন , “আগামী দিনে ঝাড়গ্রামের প্রতিটি ব্লকে আমাদের সংগঠন জোরদার ভাবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে । কেবলমাত্র পঞ্চায়েত ভোট নয় আগামী দিনের ভোট গুলোর জন্য আমাদের দলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করার কাজ শুরু হয়েছে “।