নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কাতার বিশ্বকাপে ভোজনে হরিণঘাটার মাংস।পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ উন্নয়ন নিগমের অন্যতম কেন্দ্র হরিণঘাটা। রাজ্য ও দেশের মাটি ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে পা রাখতে চলেছে পশ্চিমবঙ্গ প্রানী সম্পদ উন্নয়ন নিগম।
APEDA ছাড়পত্র পেয়ে ছাগল ও ভেড়ার মাংস বিদেশে রপ্তানির মান্যতা পেল।
আজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকরা।
মন্ত্রী দাবি এই অনুমোদন বা বিদেশে পাঠানোর মান্যতা মধ্য, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে প্রথম।
আগামী মাসে কাতারে ফুটবল বিশ্বকাপের সূচনা।
এই রাজ্যের হরিণঘাটা প্ল্যান থেকে প্রতিদিন কাতার বিশ্বকাপের জন্য ভেড়া ও ছাগলের মাংস রপ্তানি করা হবে এজেন্সি মারফত।
বর্তমানে হরিণঘাটা এই কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দৈনিক ৩.৬ মেট্রিক টন।