কয়েকদিন আগেই পড়েছিল নিখোঁজ পোস্টারতিন পৌর মাতা চায়না কুমারীর, আজ কাউন্সিলরকে পাশে পেয়ে বিভিন্ন সমস্যার কথা জানালেন এলাকাবাসী।

0
174

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান পৌরসভার তরফে বিভিন্ন জায়গায় করা হচ্ছে ডেঙ্গু সচেতনতা প্রচার। সেই প্রচারী আজ করা হয় বর্ধমান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে। সেখানে উপস্থিত হয়েছিলেন বর্ধমান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পৌর মাতা চায়না কুমারী। কয়েকদিন আগে আমরা দেখেছি তিন নাম্বার ওয়ার্ডের চায়না কুমারী নামে পড়েছিল নিখোঁজ পোস্টার।
মানুষজন কাউন্সিলরের খোজ মিলতে তাকে সামনে পেলে জমে থাকা অভিযোগ মুখোমুখি বলে ফেললেন চায়না কুমারী সামনে এই ওয়ার্ডের মানুষজন সে বলেই ফেললেন অনেকদিন পর দেখলাম, সেই ভোটের সময় এসেছিলেন তারপর পাত্তাই নেই।
রশিদপুর এলাকাতে রাস্তার বেহাল দশা,রাস্তায় লাইট নেই, ড্রোন ঠিকমতো পরিষ্কার হয় না। হয়তো
পৌর মাতা চায়না কুমারী ভাবতেও পারেনি তাকে এরকম প্রশ্ন মুখোমুখি হতে হবে। এর থেকে একটি কথা বলা যেতেই পারে নিজের ওয়ার্ডে এসেই হতবাক পৌর মাতা চায়না কুমারী। ক্যামেরা মুখোমুখি হয়ে তিন নম্বর ওয়ার্ডের পৌর মাতা চায়না কুমারী বলেন, আমি মানুষের অভিযোগের কথা শুনলাম। প্রতিদিনই প্রায় নোংরা পরিষ্কার করছে এই ওয়ার্ডে। রাস্তা একটু খারাপ আছে যেহেতু পাইপলাইন বসানোর কাজ চলছে যদি পাইপলাইন বসানোর আগে এই রাস্তা ঠিক করে দিন তাহলে আবার রাস্তা খোঁড়া হবে। অপরদিকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব বলেন, তারাই কথা বলছে আমি জানিনা হয়তো কয়েকজন গৃহবধূ এই কথা বলছে। কাউন্সিলর মানেই তো আর মানুষের বাড়ির সমস্ত কাজকর্ম করে দিয়ে যাবে না। আমাদের কাউন্সিলর একদম নতুন প্রজন্মের কাজ শিখতে এখনো সময় লাগবে। আর প্রায় প্রতিনিয়তই আমাদের এই ওয়ার্ডে কাজ হচ্ছে।