নিম্নমানের কাজের অভিযোগ,রাস্তার কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা।

0
204

নিজস্ব সংবাদদাতা, পুরাতন, মালদাঃ-নিম্নমানের কাজের অভিযোগ,রাস্তার কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা।পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের বারুই পাড়া এলাকার ঘটনা।দীর্ঘ অপেক্ষার পর জেলা পরিষদের তহবিল থেকে রাস্তার কাজ শুরু হয়।

এলাকাবাসীদের অভিযোগ,ঠিকাদার সংস্থা সরকারি সিডিউল না মেনে, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে বলে অভিযোগ। যদিও এ বিষয়ে ঠিকাদারদের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।গ্রামবাসীদের অভিযোগ ঠিকাদার সংস্থাকে বারবার বলা সত্ত্বেও কোনো কর্নপাত করছে না।অদূর ভবিষ্যতে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে,রাস্তা তৈরি হতে না হতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ তা নিয়ে চিন্তিত এলাকাবাসী। সবমিলিয়ে রাস্তার কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়রা।


এই প্রসঙ্গে গ্রামবাসীরা বলেন,এর আগেও একাধিকবার এই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ও বেনিয়মের কাজ করাহয়।নিয়ম মেনে কাজ না হলে তারা আর কাজ করতে দেবেনা না বলে জানিয়ে দেন স্থানীয়রা।শেষ পর্যন্ত অসমাপ্ত কাজ রেখে বাড়ি যেতে বাধ্য হয় ঠিকাদার সংস্থার শ্রমিকেরা।এবিষয়ে লিখিত অভিযোগ জানানো হয় প্রশাসনের কাছে।