পাহাড় সম দুর্নীতির বিরুদ্ধে এবং সরকারি কর্মীদের বিভিন্ন দাবী দাবা নিয়ে সোচ্চার হলো রাজ্যে কো অর্ডিনেশন কমিটি।

0
204

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো সংগঠনের উত্তরবঙ্গ জমায়েত।
এই উপলক্ষে বামপন্থী এই সংগঠনের সদস্য সদস্যারা প্রথমে একটি মিছিল করে শহরের বুকে।
এর পর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবীন্দ্র ভবনে বর্তমান রাজ্যে সরকারের পদে পদে দুর্নীতির প্রতিবাদ সহ দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে সমবেত হয়ে দ্রুত দাবী দাবা আদায়ের লক্ষে আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এই উত্তরবঙ্গ জমায়েত প্রসঙ্গে সংগঠনের নেতৃত্ব বলেন,
আগে বি ডি ও অফিসে সাধারণ মানুষের কাজ হতো, এখন দুয়ারে সরকার খুলে কার্যত সাধারণ মানুষকে ভাঁওতা দিচ্ছে সরকার।