বাড়ি ফেরার পথে DYFI এর বিক্ষোবের মুখে কুনাল ঘোষ,চাঞ্চল্য নন্দীগ্রাম।

0
178

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার সন্ধ্যার পর পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে রাজনৈতিক সভা সেরে বাড়ি ফেরার পথে নন্দীগ্রামে টেন্গুয়াতে ডি ওয়াই ফাইয়ের বিক্ষোভের মুখে পড়তে হয় কুণাল ঘোষকে। কুণাল ঘোষের গাড়ি লক্ষ্য করেই চোর চোর শব্দে কেপে উঠে টেন্গুয়া এলাকা। কার্যত উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় গোটা এলাকায়,বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকায় অপ্রীতিকর ঘটনা থেকে রেহায় পায় কুনাল ঘোষ। যদিও এই বিষয় নিয়ে কুনাল ঘোষ ও বিক্ষোভকারীদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।