আইএনটিটিইউসির উদ্যোগে প্রতিবাদ সভায় রাজ্য তৃণমূল আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

0
159

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-“আইএনটিটিইউসির ব্যানার ব্যবহার করে বা আইএন টিটিইউসি পতাকা ব্যবহার করে যেখানে খুশি সভা করা যাবে না। একমাত্র আই টি টিউশির অ্যাফিলিয়েটেড হতে হবে বা আইনটিটিইউসির রেজিস্ট্রেশন থাকতে হবে’ পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির উদ্যোগে প্রতিবাদ সভায় সাফ জানিয়ে দিলেন রাজ্য তৃণমূল আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল আইনটিডিউসির সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিমের উদ্যোগে বর্ধমান শহরে স্টেশন প্রাঙ্গনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল আইনটিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বক্তৃতা শুরুতেই তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শ্রমিক বিরোধী নীতি বিরোধিতা করে প্রতিবাদ জানান। এছাড়াও এদিনের প্রতিবাদ সভা মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি তা, বর্ধমান উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারম্যান আইনুল হক, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার সহ বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এই প্রতিবাদ সভা থেকে উপস্থিত নেতৃত্ব বারবার কেন্দ্রীয় সরকারি জনবিরোধী শ্রমিক নীতির বিরোধিতা করেন। পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিউসির সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিম ক্যামেরা মুখোমুখি হয়ে জানান, মানুষ বারবারই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আশীর্বাদ করেছেন। তৃণমূলের প্রত্যেকটি সভাতেই এইরকম জনজোয়ার হয়। তৃণমূলের নাম করে যদি কেউ তোলাবাজি করে থাকে তার করা যাবে না কারণ আপনারা দেখলেন রাজ্য সভাপতি বলে গেলেন আইএনটিটিইউসির অ্যাফিলিয়েটেড না হলে যেকোনো জায়গায় সভা করা যাবে না। আর এই ঝান্ডা টা নিয়ে কোনরকম তোলাবাজি বরদাস্ত করা হবে না।