কৃতি ছাত্র হায়দার আলীর নামে তিন কিলোমিটার রাস্তা নির্মাণ করলো জেলা পরিষদ।

0
243

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি সদর ব্লকের দশ দরগা এলাকায় রবিবার প্রায় তিন কিলোমিটার নতুন রাস্তার কাজের শিলান্যাস করতে গিয়ে নতুন চমক দিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেব নাথ, এই গ্রামের কৃতি ছাত্র হায়দার আলিকে সামনে রেখে নতুন নির্মিয়মান রাস্তার নাম হায়দার আলী সড়ক ঘোষণা করলেন।

এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কেমেস্ট্রি তে ডক্টরের গ্রামের ছেলে হায়দার আলী বলেন, খুবই ভালো লাগছে নিজের নামে রাস্তা হওয়ায়।
অপরদিকে এই নামকরণ প্রসঙ্গে দুলাল বাবু জানান, এই গ্রামের স্কুলে পড়া, দরিদ্র দিন মজুরের ছেলে এই হায়দার, তাই ওর নামেই এই নতুন রাস্তার নাম রাখা হলো।