চিতা বাঘের হানায় গুরুতর জখম হলেন এক যুবতী।

0
301

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফের চিতার হানা। শনিবার রাতে চিতা বাঘের হানায় গুরুতর জখম হলেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান এলাকায়। জখম ওই যুবতীর নাম নবনীতা মজুমদার (২৩)। তার বাড়ি জটেশ্বর সুকান্ত পল্লী এলাকায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, বীরপাড়া থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে চিতাবাঘের হামলার শিকার হন ওই যুবতী। তবে এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। নবনীতা মজুমদার জানান, চিতাবাঘটি রাস্তার ধারে লুকিয়ে ছিল চা বাগান এলাকায় আসার পরই ঝাঁপিয়ে পড়ে থোড়ায় আঁচড় দেয়। যদিও অন্যদিক থেকে গাড়ি এসে পড়লে পালিয়ে যায় চিতা বাঘটি।