জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- লোকালয়ে প্রতিনিয়ত অজগর সাপ বর্তমানে চোখে পড়ছে। ক্রান্তি ব্লকের মৌলনি গ্রাম পঞ্চায়েতের পলাশ মোড় কাছে মির্জা পাড়ায় এলাকায় বাঁশ ঝারের উপর ১০ ফুট আজগর দেখে আতঙ্ক গ্রামবাসী। স্থানীয় বাসিন্দা আবু তাহের মিন্টু ও মনিরুল ইসলাম লাটাগুড়ি বনদপ্তরের সাথে যোগাযোগ করলে ঘটনাস্থলে দ্রুত কর্মীরা এসে পৌঁছান।
অজগর সাপটি কে দেখার জন্য মানুষের ভিড় জমে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশ ঝারে অজগরটি দেখে এলাকার মানুষ ভিড় জমে যায় তাৎক্ষণিক বর্নকর্মীদের ফোন করায় ময়নাগুড়ি ও লাটাগুরির বন কর্মীরা এসে যৌথ উদ্যোগ অজগরটিকে উদ্ধার করে। লাটাগুরি গরুমারা জঙ্গলে অজগরটিকে ছাড়িয়ে দিবেন বলে জানান বনকর্মীরা ।
প্রায় 10 ফুটের অজগরটি দেখে এলাকাবাসী আতঙ্কে ছড়িয়ে পড়ে। দপ্তরের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের কাছে সাপ দেখা দিলে সাপটি কে না মেরে সাথে সাথে বনদপ্তরের সাথে যোগাযোগ করার জন্য আবেদন করেন।