নদীয়া জেলায় সাহিত্য সমাবেশ।

0
326

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- নদীয়া জেলার মুড়াগাছার গাছা বাজারে অনুষ্ঠিত হয়ে গেল “সাহিত্য সমাবেশ ও গ্রন্থ প্রকাশ” অনুষ্ঠান । ভূমিপুত্র বিশিষ্ঠ সাহিত্যিক বীরেন্দ্রনাথ সরকারের উদ্যোগে গান, আবৃতি, কবিতা পাঠ, ইত্যাদি নিয়ে একটি সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান । বিভিন্ন জেলার কবি সাহিত্যিক সেখানে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটিতে সভাপতির আসন অলংকৃত করেন সিস্টার নিবেদিতা আই-টি-আই’এর অধ্যক্ষ মাননীয় প্রবোধ কুমার দাস । বাঙালি বিশ্বে স্বনামধন্য এবং এপার বাংলা-ওপার বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক দিলীপ রায় প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । বিশেষ অতিথি হিসাবে মঞ্চে গৌরবোজ্জ্বল উপস্থিতি ছিল নজরকাড়া । ছিলেন বিশিষ্ঠ সাহিত্যিক বিমলচন্দ্র গড়াই, বিশিষ্ঠ শিক্ষাবিদ তপন কুমার গাঙ্গুলি, প্রফুল্ল কুমার বিশ্বাস, ড. অমিত কুমার রায়, শিশু সাহিত্যিক স্বপন পাল, বিশিষ্ঠ সমাজ সেবক ভুবন পাল, বিশিষ্ঠ শিক্ষাবিদ মৃত্যুঞ্জয় মণ্ডল ও রবি সরকার । উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয় । উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সহেলী চ্যাটার্জী । তারপর উদ্বোধনী বক্তব্য রাখেন বীরেন্দ্রনাথ সরকার । স্বাগত ভাষণের পর মঞ্চে উপবিষ্ট গুণীজনদের হাত ধরে বীরেন্দ্রনাথ সরকার ও দিলীপ পালের লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন হয় । মোড়ক উন্মোচনের সময় বীরেন্দ্রনাথ সরকারের স্ত্রী, প্রীতিকণা সরকার ও একমাত্র ছেলে উপস্থিত ছিলেন । তারপর প্রধান অতিথির ভাষণ । প্রধান অতিথি তাঁর ভাষণে বাংলা ভাষার বিভিন্ন প্রেক্ষাপট এবং গাছা বাজারের মতো জায়গায় সাহিত্যের অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন । তিনি উপস্থিত কবি সাহিত্যিকদের বাংলা সাহিত্য শ্রীবৃদ্ধিতে নজর দিতে অনুরোধ করেন । সমাজ উন্নয়নে তথা দেশ উন্নয়নে কবি সাহিত্যিকদের ভূমিকার কথাও মনে করাতে ভুলে যাননি । মাননীয় তপন কুমার গাঙ্গুলি, স্বপন পাল ও বিমলচন্দ্র গড়াই তাঁদের ভাষণে সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরেন । উপস্থিত ছিলেন অর্ক দীপের সাহিত্য সোপানের কর্ণধার ডাঃ দীপ্তি রায় । তিনি কবিতার মাধ্যমে সাহিত্যের নিরিখে সুন্দর বার্তা দিয়েছেন । কবিতা পাঠ করেছেন অনেকেই । তার মধ্যে উল্লেখযোগ্য সুমিতা পয়ড়া (নদীয়া), রণজয় মালাকার (উঃ ২৪ পরগণা) , ফটিক বিশ্বাস (হুগলী), মানিক সরকার (নদীয়া), প্রমুখ । অন্যান্য কবিদের কন্ঠে কবিতা পাঠ অনন্য সুন্দর হয়ে উঠেছিল । কবি সুসময় বিশ্বাস নিজের লেখা ও সুর দেওয়া গান পরিবেশন করলেন । সমস্ত অনুষ্ঠানটি সর্বাঙ্গসুন্দর হওয়ায় সভাপতি তাঁর ভাষণে কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমিপুত্র ও শিশু সাহিত্যিক দিলীপ পাল ।