ভারত জোড়ো যাত্রার সংহতি পদযাত্রায় পথে নামলেন মহানগরবাসী।

0
691

কলকাতা, ৬ নভেম্বর ২০২২:- ভারতকে ঐক্যবদ্ধ করার, দেশকে জোড়ার সংকল্প নিয়ে কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি যে ঐতিহাসিক পদযাত্রা চলছে, সেই পদযাত্রার সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে পা মেলালেন মহানগরবাসী। সংবিধানের বুনিয়াদি প্রস্তাবনা পাঠ করে মহানগরের মানুষ শপথ নিল, বৈষম্যমুক্ত, সাম্প্রদায়িক হানাহানি-সহ সকলপ্রকার হিংসামুক্ত সমানাধিকারে পরিপূর্ণ, সমাজবাদী ও ধর্মনিরপেক্ষ ভারতকে ঐক্যবদ্ধ করার। রবিবার দুপুরে নাগরিক সমাজের উদ্যোগে এবং স্বরাজ ইন্ডিয়া (পশ্চিমবঙ্গ)-এর রাজ্য কমিটির আয়োজনে পার্ক সার্কাস মোড় থেকে শুরু হয়ে গান্ধি মূর্তির পাদদেশ অবধি চলেছে ভারত জোড়ো যাত্রার সঙ্গে সংহতি প্রকাশে এই পদযাত্রা।

তেরঙা পতাকা হাতে নিয়ে নাগরিকবৃন্দ, সমাজ ও রাজনৈতিক কর্মীরা দিনের এই পদযাত্রায় পা মেলান। এই মিছিলে উপস্থিত মানুষ্র মুখে শোনা গেছে ‘আমরা করব জয়’ গানটি। বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি ভাষায় গানটি গেয়েছেন সকলে। এছাড়াও আরও কিছু দেশাত্মবোধক গানে গলা মেলান এদিনের পদযাত্রীরা। মিছিল জাতির জনক মহাত্মা গান্ধির পাদদেশে পৌঁছলে সেখানে সকলে মিলে সংবিধান থেকে পাঠ করে ঐক্যবদ্ধ ভারত গড়ার শপথ নেন।

এদিনের পদযাত্রার পুরোভাগে ছিলেন জয় কিষাণ আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য কল্যাণ সেনগুপ্ত, স্বরাজ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক রাম বচ্চন, অধ্যাপক ও সমাজকর্মী নওশিন বাবা খান, বন্দিমুক্তি কমিটির সম্পাদক ছোটন দাস, সমাজকর্মী বিপিনকুমার ত্রিপাঠি, আরশাদ খান, সমাজকর্মী মানজার জামিন প্রমুখ। ভারতে যে ফ্যাসিবাদকে পূর্ণতরভাবে কায়েম করার চেষ্টা চালাচ্ছে বিজেপি-সহ সংঘ পরিবার, তার বিরুদ্ধে এদিন দুপুরে পার্ক সার্কাস মোড় থেকে পদযাত্রার সূচনার প্রারম্ভে এঁরা প্রত্যেকেই নিজেদের অবস্থান স্পষ্ট করেন। ভারতে বেড়ে চলা অর্থনৈতিক, ধর্মীয়, বর্ণভিত্তিক, সামাজিক ও লৈঙ্গিক বিভাজনের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানানো হয় এই পদযাত্রার সূচনাতেই। সকল ভেদ-বিভাজন ও বৈষম্য দূর করে বৈচিত্র্যমুখর ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দেন প্রত্যেকেই। প্রত্যেকের মুখেই শোনা যায়, ভারত জোড়ো যাত্রা যে বৈচিত্র্য ও ঐক্যের বার্তাকে সামনে রেখেছে তার সঙ্গে একাত্ম হওয়ার প্রয়োজনীয়তার কথা। গান্ধি মূর্তির পাদদেশে সকলে মিলে জাতীয় সংগীত গেয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। এদিনের পদযাত্রায় প্রায় ২০০ লোক উপস্থিত ছিলেন।

*মিডিয়া সেল | স্বরাজ ইন্ডিয়া*
*যোগাযোগ: ৮৩৩৬ ৯৩৯৩৯৩*