১৭ বছরের সন্তান নিখোঁজ ,সন্তান হারানো মায়ের কান্না।

0
249

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ গত ৩ রা নভেম্বর বৃহস্পতিবার বৈকাল চারটার পর বাড়ি থেকে সাইকেল চেপে বের হয় ১৭ বছরের আকাশ মাঝি।বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামে। আকাশ মাঝির গায়ের রং ফর্সা,মাথার চুল ছোট ছোট। উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি।আকাশ মাঝির পড়নে ছিল গোলগলা লাল হাপ হাতা গেঞ্জি,প্যান্ট কালো ট্রাক সুট বর্ডার। হাতে ছিল কালো রং এর বড় ব্যাগ।হাঁটুতে কালো ছোপের দাগ রয়েছে বলে জানা গেছে। সন্তানের দেখা না পাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আত্মীয় স্বজন ও অন্যান্য জায়গায় খোঁজাখুঁজি করে।আজ রবিবার এখনো পর্যন্ত আকাশ মাঝির কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান ছেলের মা। সন্তানের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল মা।যদি কোন সহৃদয় ব্যক্তি খোঁজ পান তাহলে 7679633409 ,9609907991এই ফোন নম্বরে যোগাযোগ করবেন।