নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বিয়ে করতে এসে ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা।বরযাত্রীদের ফাটানো বাজির আগুনে পুড়ে গেল তিনটি ঘর।আহত হয়েছে একজন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ইলাম গ্রামে।আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইলাম গ্রামের বাসিন্দা সাজাহান আলির একমাত্র শোয়ার ঘর ও একটি রান্নাঘর এবং হেলাল আলির একটি রান্না ঘর।অপরদিকে আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরতর আহত হয়েছে বিশুয়া শেখ(৩৫)নামে এক ব্যক্তি।রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন ইলাম গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের বড় মেয়ে আখি খাতুনের সঙ্গে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা শেখ লতিফুর রহমানের একমাত্র ছেলে শেখ সানাদার আলির বিয়ে ছিল।সানাদার আলি এদিন সন্ধ্যায় বর বেশে বরযাত্রী নিয়ে শ্বশুরবাড়ি ইলাম গ্রামে পৌঁছালে বরযাত্রী গাড়ি থেকে নেমেই বাজি ফাটাতে শুরু করে।বাজি ফাটানোর সময় সাজাহান আলির বাড়ির ছাদে থাকা ধানের খড় ও পাট কাঠিতে আগুন ধরে যায়।দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ির ছাদ।নিমেষের মধ্যে আগুন ধরে যায় রান্না করে।বরযাত্রীরা ভয়ে পালিয়ে গেলেও আগুন নেভানোর কাজে হাত লাগাই স্থানীয় লোকেরা।ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।