সুদীপ সেন, বাঁকুড়া:- পঞ্চায়েত নির্বাচন আসন্ন।
তাই ভোটার লিস্ট তৈরির কাজ ও সম্পুর্ন দ্রুত করতে হবে।
এই লক্ষ্য কে সামনে রেখে সোমবার বাঁকুড়া জেলার শালতোড়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো ।
প্রধানত ভোটার লিস্টে নতুন নাম সংযোজন, বিয়োজন সংক্রান্ত নিয়মাবলী এই শিবিরে আলোচিত হয়।সমস্ত বি, এল, ও , ইলেকশন সুপারভাইজার, এ, ই, আর, ও
গণ এতে উপস্থিত ছিলেন।
এ, আর, ই,ও বিডিও শ্রীযুক্ত মানস কুমার গিরি, জয়েন্ট বিডিও মিলন মালাকার সহ সমস্ত এ, ই , আর ও
গণ এই শিবিরে উপস্থিত ছিলেন।
এই শিবিরের প্রধান উদ্দেশ্য হলো ১৮ বছর পূর্ণ হওয়া কোনো ব্যক্তি যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়।
ভোটার তালিকার কাজ ৯ ই নভেম্বর ,২০২২ থেকে ৮ ই ডিসেম্বর ২০২২ পর্যন্ত সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত চলবে।
স্পেশ্যাল ক্যাম্পেইন ডে এর সময় সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।
এই শিবিরে ফর্ম ধরে ধরে সমস্ত তথ্য বুঝিয়ে দেন বিডিও, জয়েন্ট বিডিও, পাও সাহেব।