পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, যাকে আই ইনটিটিউসি দায়িত্ব দেওয়া হয়েছে তিনি শ্রমিক সংগঠনের কিছু জানেন না। সৈয়দ মোহাম্মদ সেলিম INTTUC র নামে গ্রুপ বাজি করছেন,গতকালকে যে কজন সভায় উপস্থিত ছিলেন তারা কেউ শ্রমিক সংগঠনটা করেনা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে মানুষকে আনা হয়েছে।যারা শ্রমিক সংগঠন করে তাদেরকে সভায় ডাকা হয়নি যারা শ্রমিক সংগঠনের মর্যাদা জানে তাদেরকে সভাতে ডাকেনি সৈয়দ মোহাম্মদ সেলিম।
আমি দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠন করছি পূর্ব বর্ধমান জেলাতে। সৈয়দ মোহাম্মদ সেলিম 61 টা কেসের আসামী সেই রেকর্ড আমরা রাজ্য নেতৃত্ব কে দিয়েছি।
আমাকে তো আমন্ত্রণ করা হয়নি এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস কেউ ডাকা হয়নি এই প্রতিবাদ সভায়।
তাহলে কি পুনরায় গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, সে তো ভেতরে ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে আমরা দলের উচ্চ নেতৃত্ব কে জানাবো কেন প্রকৃত শ্রমিক সংগঠন কে প্রতিবাদ সভায় ডাকলেন না সৈয়দ মোহাম্মদ সেলিম।