জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রাস উৎসব হতে চলেছে জলপাইগুড়িতে।আয়োজন চলছে জোর কদমে।এইবার প্রথম জলপাইগুড়ি লক্ষী নারায়ণ মন্দিরে হতে চলেছে এই রাস চক্র। থাকবে পনেরোদিন ।আজ রাতে হতে চলেছে এর শুভ উৎবোধন। মন্দির কমিটির সভাপতি অজিত বর্মন এর শুভ সূচনা করবে।জলপাইগুড়ি শহরে এই ধরনের আয়োজনে খুশি শহরবাসী ।যদিও কোচবিহার জেলাতেই রাস উৎসব বড় আকারে হয়।চলে কয়েকদিন ধরে মেলা ।শহর থেকে বাইরে পোড়া পাড়ার মাঠে রাস উৎসব হলেও শহরের মানুষ তেমন ভাবে সেই আনন্দ উপভোগ করতে পারেনা।কিন্তু এইবছর থেকে এখানে রাস উৎসব হওয়ায় ভক্তদের সমাগম অনেক হবে বলে মনে করছেন উদ্দোক্তারা।