চা বলয়ে শ্রমিকদের সচেতন করতে প্রশাসনের হাতিয়ার লোকনৃত‍্য।

0
380

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ- চা বলয়ে শ্রমিকদের সচেতন করতে প্রশাসনের হাতিয়ার লোকনৃত‍্য ।লোকনৃত‍্য ও লোক সঙ্গীতের মাধ‍্যমে চা বলয়ের শ্রমিকদের সচেতন করা হচ্ছে। আলিপুরদুয়ার জেলার নিমতি, আটিয়াবাড়ি, ভার্ণাবাড়ি,মালঙ্গী সহ বিভিন্ন চা বাগানে প্রশাসনের আধিকারিকেরা এই লোকনৃত্য ও লোকসঙ্গীতের দল কে নিয়ে পৌছে যাচ্ছে । নাচ ও গানের মাধ‍্যমে চা বলয়ের শ্রমিকদের সচেতন করছে তাদের সরকারি বিভিন্ন পরিষেবা নিয়ে অবগত করাচ্ছে এবং সবাইকে দুয়ারে সরকার শিবিরে আসার জন‍্য আহ্বান জানাচ্ছে। এই বিষয়ে কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানান, কালচিনি ব্লক চা বলয় ও বনবস্তি অধ‍্যুষিত ব্লক তাই আমরা লোকশিল্পিদের দল দের নিয়ে শ্রমিকরা যেখানে কাজ করছে তাদের দুয়ারে চলে যাচ্ছি সরকারি বিভিন্ন পরিষেবা নিয়ে তাদের সচেতন করছি।