শিক্ষকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় ছড়িয়েছে রহস্য, চাঞ্চল্য কোলাঘাট থানার দেঁড়িয়াচ গ্রামে।

0
289

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- চোর অপবাদ নাকি চাকরি চলে যাওয়ার আতঙ্কে আত্মহত্যা ?? কি কারন? উঠছে নানান প্রশ্ন উঠেছে এক শিক্ষকের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায়, এমনই এক ঘটনা ঘটলো
পূর্ব মেদনীপুরের কোলাঘাট থানার দেঁড়িয়াচ গ্রামে, জানা গিয়েছে শিক্ষক বাপ্পা বর্মন তিনি কাঁথির ভবানীপুর অঘরচাঁদ হাই স্কুলের মাধ্যমিক স্তরের শিক্ষক ছিলেন। মঙ্গলবার সাত সকালই বাড়িতে কেউ না থাকায় বাড়ির পাশে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অনুমান। এখন পর্যন্ত স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুটি বিষয়-তাঁর ফোনে একটা মেসেজ আসে,মেসেজ এই লেখা থাকে সে ভূয়ো- শিক্ষক ও বিভিন্ন রকম মানুষ তাকে চোর অপবাদের জেরে এই আত্মহত্যা করতে পারেন তিনি কিংবা তার তিন বছরের ভূয়ো শিক্ষকতা চলে যাওয়ার আশঙ্কায় এই আত্মহত্যা। তবে কি বিষয়ের উপর তার এই দুঃখ জনক আত্মহত্যা তা এখনো ধোঁয়াশায়। তবে ঘটনা স্থলে কোলাঘাট থানার পুলিশ এসে এই মুহূর্তে সঠিক তদন্ত করছেন। মৃত স্ত্রী দাবি তার স্বামীর ফোন কেউ বা কারা হ্যাক করে এই ম্যাসেজ ছড়িয়েছে। ওই একি ম্যাসেজ শিক্ষক বাপ্পা বর্মণ সহ তার গ্রামে ও তার আত্মীয় পরিজনদের হোয়াটসঅ্যাপ ছড়ানো হয়েছে। করা হয়েছে ভাইরাল। ঘটনা স্থলে কোলাঘাট থানার পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।