জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ন্যাশনাল লিগ্যাল সার্ভিসসেস ডের অনুষ্ঠানে বললেন জেলা জজ।
বুধবার সমগ্র দেশের সাথে জলপাইগুড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে জলপাইগুড়িতেও পালিত হলো এই বিশেষ দিনটি।
এই উপলক্ষে জেলা আদালতের বিচারক, কর্মী, আইন কলেজের ছাত্র ছাত্রীরা সহ বার এসোসিয়েশনের সদস্যরা এক বর্ণাড্ড পদযাত্রায় অংশ গ্রহণ করেন।
এই বিশেষ দিনটি প্রসঙ্গে জেলা জজ শুভ্রদীপ মিত্র জানান,
দেশের প্রতিটি নাগরিককে একই আইনি পরিষেবা প্রদান করার লক্ষে ১৯৮৭ সালে লিগ্যাল এইড সার্ভিস আইন তৈরী হয়।
যদিও সেটি ১৯৯৫ সাল থেকে কার্যকরী হয়।